• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ঘরোয়া উপায়ে দূর করুন কৃমি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১  

আমাদের মাঝে মধ্যে পেটে ব্যথা বা মাথার যন্ত্রণা হয়। আর এটা হলেই চিকিৎসকের কাছে যায়। চিকিৎসকের কাছে যেতেই তিনি বলে দিচ্ছেন তেমন কিছুই হয়নি আপনার। সারাদিন শরীরে স্বস্তি বোধ লেগেই রয়েছে। এটার কারণ একটাই হতে পারে, আর সেটা হল কৃমি। তবে পেট ব্যথা আর মাথা যন্ত্রণাই শুধু নয়, আপনার শরীরে যে কৃমি বাসা বেঁধেছে, তা বোঝার জন্য আরো কয়েকটি উপসর্গ রয়েছে। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপসর্গ সম্পর্কে-  

>  কলেরা, ম্যালেরিয়া, যক্ষ্মাকে প্রতিরোধ করতে পারে লবঙ্গ। এ ছাড়া রোজ লবঙ্গ খেলে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাংগাস ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়।  

> আদা হজমের সমস্ত রকমের সমস্যা মেটাতে সক্ষম। হজমের সমস্যা, অ্যাসিডিটি, পেটে ইনফেকশন, ইত্যাদি দূর করতে আদার জুড়ি মেলা ভার। এই সমস্যাগুলোও কৃমি থেকে তৈরি হয়। তাই এই ধরনের সমস্যা দূর করতে কাঁচা আদার রস খান খালি পেটে।
 
> ফিতাকৃমি রুখতে শশার দানা সর্বশ্রেষ্ঠ। শশার দানাকে গুঁড়া করে নিন। প্রতিদিন এক চা চামচ করে খান। 

> পেটের সমস্যা দূর করতে পেঁপের থেকে ভালো কিছু হয় না। যেকোনো ধরনের কৃমি তাড়াতে পেঁপের বীজ শ্রেষ্ঠ। ভালো ফল পেতে পেঁপে এবং মধু খান।