• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় জাতীয় শোক দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৫ আগস্ট ২০২০  

শরীয়তপুর প্রতিনিধিঃ ডামুড্য উপজেলা প্রশাসন, উপজেলা জেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বাার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন করছে। দিবসটি পালনের অংশ হিসেবে  কালোব্যাজ ধারণ, জাতীয পতাকা অর্ধনর্মিত করণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মিলাদ মাহফিল আয়োজন করা হয়। করোনা দূর্যোগের কারনে শোক  র‌্যালি করা হয়নি।

১৫ আগস্ট শনিবার সকাল ৮টায় ডামুড্যা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক উপজেলা নির্বাহী অফিসার মুর্তুজা আল মুইদ, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। করোনা দূর্যোগের কারনে শোক র‌্যালি হয়নি।

জাতীয় শোক দিবস উপলক্ষে ডামুড্যা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেরা আওয়ামী সভাপতি মাস্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন মেয়র হুমায়ুন কবির বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুর রহমান বাবলু সিকদার,যুবলীগ সভাপতি বিএম আবদুস সাত্তার, ছাত্রলীগ সভাপতি রুবেল মাদবর।

প্রধান অতিথির বক্তব্যে নাহিম রাজ্জাক এমপি বলেন, আজকের এ বেদনাবিধূর দিনে আমরা স্বাধীনতা স্থপতি মুক্তিযুদ্ধের মহানায়কের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি জানাই গভীর শ্রদ্ধা। সেই সঙ্গে বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ সেদিন নির্মমভাবে নিহত শিশু ও নারীসহ পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ, নিকটাত্মীয় এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি।