• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে ২শ ৩০ কেজি জাটকা জব্দ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে ৩ এপ্রিল শনিবার ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে সখিপুর থান পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ যৌথভাবে সখিপুর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৬ মণ জাটকা জব্দ করেছে। এসময়  জাটকা পরিবহনকারীরা মাছ ফেলে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম জানান, ভেদরগঞ্জের পদ্মা নদীতে জাটকা মাছ ধরে সড়ক পথে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সখিপুর ও ডিএম খালির সড়কে পৃথক অভিযান চালিয়ে একটি মোটর সাইকেল থেকে ৮০ কেজি ও একটি অটোরিক্সা থেকে ১৫০ কেজি জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকা পরিবহনকারীরা দৌড়ে পালিযে যাওয়ায় তাদের ধরা সম্ভব হয়নি জব্দকৃত জাটকা গুলো স্থানীয় ৫ টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।