• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নানা পদের ইফতারি

মলিদা শরবত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২১  

এক সময়ের খুব জনপ্রিয় একটি পানীয় হচ্ছে মলিদা শরবত। যা কালের বিবর্তনে প্রায় হারিয়েই যাচ্ছে। আগে প্রিয় কিছু খাবারের মধ্যে মলিদা শরবত ছিল অন্যতম। এটি পান করতে যেমন সুস্বাদু তেমনি নিমিষেই ক্লান্তি দূর করতেও বেশ সহায়ক। 

এখনকার সময়ে অনেকেই মলিদার নামও জানেন না। যদিও এটি গ্রামেই বেশি তৈরি করা হতো, তবে এখন আর কেউ মলিদার শরবত তৈরি করে না। তাই হারিয়ে যেতে বসেছে জনপ্রিয় এই পানীয়টি। চলুন জেনে নেয়া যাক মলিদা শরবতের রেসিপিটি- 

উপকরণ: আতপ চাল, কোড়ানো নারকেল, আদা বাটা, আখের গুড়। 

প্রণালী: নরম না হওয়া পর্যন্ত আতপ চাল ভিজিয়ে রাখুন। এরপর শিল পাটায় চাল মিহি করে বেটে নিন। শিল পাটা না থাকলে ব্লেন্ডারে ভালো ভাবে ব্লেন্ড করে নিন। এরপর কোড়ানো নারকেল এবং আদা বেটে নিন। হযে গেলে চালের গুড়ার সঙ্গে নারকেলের দুধ, আদার রস এবং প্রয়োজনমত গুড় মিশিয়ে পরিবেশন করুন। চাইলে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে পারেন সুস্বাদু মলিদা শরবত।