• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

লবণের স্ক্রাবে বাড়বে চুল

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৯  

মুখ ও হাত-পায়ের ত্বকের মতো মাথার ত্বকেরও প্রয়োজন স্ক্রাবিং। নিয়মিত স্ক্রাব ব্যবহার করলে যেমন চুল দ্রুত বাড়ে, তেমনি দূর হয় খুশকিও। ত্বকে জমে থাকা ময়লা ও মরা চামড়া দূর করে চুল স্বাস্থ্যোজ্জ্বল রাখে এটি। লবণের স্ক্রাব কীভাবে তৈরি ও ব্যবহার করবেন জেনে নিন।

  •     একটি বাটিতে ১/৩ কাপ মোটা দানার লবণ নিন।
  •     ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ আপেল সিডার ভিনেগার মেশান।
  •     প্রয়োজন অনুযায়ী নারকেল তেল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন।
  •     চুল ভিজিয়ে তারপর চুলের গোড়ায় ম্যাসাজ করুন এই স্ক্রাব।
  •     কয়েক মিনিট অপেক্ষা করে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।