বিদেশে যেতে পারবেন না স্বেচ্ছা ঋণখেলাপিরা
শরীয়তপুর বার্তা
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১

স্বেচ্ছা ঋণখেলাপিদের বিজনেস ক্লাসে বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা ছিল আগেই। এবার তা আরো কঠোর করে ব্যাংক কম্পানি আইনের সংশোধিত খসড়া তৈরি করেছে অর্থ মন্ত্রণালয়। সংশোধিত খসড়া অনুযায়ী স্বেচ্ছা ঋণখেলাপিরা বিদেশে যেতে পারবেন না। এমনকি খেলাপি ঋণ থেকে অব্যাহতি পাওয়ার পর সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালকও হতে পারবেন না বলে নতুন বিধান যুক্ত করা হয়েছে।
নতুন খসড়ায় স্বেচ্ছা খেলাপিদের বাড়ি, গাড়ি, কম্পানি নিবন্ধন এবং সামাজিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়া এবং কোনো সংগঠনে পদ না পাওয়ার নিষেধাজ্ঞার প্রস্তাব আগের মতোই বহাল রয়েছে। এর আগে ফিন্যান্স কম্পানি আইন সংশোধনের প্রাথমিক খসড়ায় স্বেচ্ছা ঋণখেলাপিদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার কথা বলা হয়। দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো এই আইনে পরিচালিত হয়।
ব্যাংক কম্পানি আইনের সংশোধিত খসড়ায় বলা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছা খেলাপিদের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠাবে। কেন্দ্রীয় ব্যাংকের কমিটি ওই তালিকা চূড়ান্ত করার ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবে এবং এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত চূড়ান্ত হবে।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা মো. আজিজুল ইসলাম বলেন, ‘আইনে যা-ই থাকুক না কেন, তা বাস্তবায়ন কতটুকু হবে এ নিয়ে সংশয় থেকে যায়। কারণ ঋণখেলাপি নিরুৎসাহ করতে বিদ্যমান যে আইন রয়েছে, তা-ও তো ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে, আইন হলেও ঋণখেলাপি স্বেচ্ছা না অনিচ্ছায়, এটি কিভাবে নির্ণয় করা হবে। কারণ অনেকেই ব্যবসা খারাপের অজুহাত দিয়ে খেলাপি হতে পারে। তবে সংশোধিত যে আইনটি হচ্ছে, তা বাস্তবায়ন করতে পারলে অবশ্যই স্বাগত। দেখার বিষয় কতটুকু এটি বাস্তবায়িত হয়।’
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধারা আরো কঠোর করার পরামর্শ দিলেও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের মতামত ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রাথমিক খসড়ার কিছু ধারা শিথিল করা হয়েছে। খসড়াটি চূড়ান্ত করে মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য পাঠানো হবে।
তবে ব্যাংক পরিচালকদের খেলাপি করার ক্ষেত্রে বাধা হিসেবে চিহ্নিত বিদ্যমান আইনের ১৭ ধারায় কোনো পরিবর্তন না আনায় সংশোধিত খসড়া আইনে রূপান্তরিত হলে ব্যাংকগুলোর বিদ্যমান পরিচালকদের ঋণখেলাপি বা স্বেচ্ছা ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করা বাংলাদেশ ব্যাংকের পক্ষে সম্ভব হবে না বলে মনে করা হচ্ছে। এ ধারায় বলা আছে, কোনো ব্যাংকের পরিচালক অন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ করলে ঋণদাতা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ঋণগ্রহীতা পরিচালককে নোটিশ দেবে। ওই নোটিশ দেওয়ার দুই মাসের মধ্যে ঋণ পরিশোধ না করলে ঋণগ্রহীতা পরিচালক খেলাপি হিসেবে চিহ্নিত হবেন।
বিভিন্ন ব্যাংকের পরিচালকরা পরস্পরের যোগসাজশে ঋণ নিয়ে তা পরিশোধ করলেও ঋণদাতা ব্যাংকগুলো সাধারণত কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এ ধরনের নোটিশ দেয় না।
তবে সংশোধিত খসড়ায় এ ধারায় নতুন একটি উপধারা সংযোজন করে বলা হয়েছে, নোটিশ পাওয়া কোনো পরিচালক নোটিশের কার্যক্রম চলমান থাকাকালে তিনি পরিচালক পদ থেকে পদত্যাগ করতে পারবেন না।
বর্তমানে ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের চারজন একসঙ্গে পরিচালক হতে পারেন। তবে ব্যাংক কম্পানি আইনে পরিবারের আওতা ছোট হওয়ায় এক পরিবার থেকে বেশিসংখ্যক পরিচালক হতে পারছেন। এ জন্য প্রথম খসড়ায় পরিবারের সংজ্ঞায় স্বামী, স্ত্রী, বাবা, মা, ছেলে, মেয়ে, ভাই, বোন ও তাঁদের ওপর নির্ভরশীলদের কথা আছে। প্রাথমিক খসড়ায় তাঁদের সঙ্গে জামাতা, পুত্রবধূ, শ্বশুর, শাশুড়ি ও তাঁদের ওপর নির্ভরশীলদের কথা বলা ছিল, যা সংশোধিত খসড়ায় নেই।
এ ছাড়া প্রথম খসড়ায় অনিয়ম-দুর্নীতির দায়ে ব্যাংকের ওপরের দুই স্তর বা জেনারেল ম্যানেজার পর্যন্ত কর্মকর্তাদের বরখাস্ত করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার কথা বলা হলেও সংশোধিত খসড়ায় তা বাতিল করা হয়েছে।
স্বেচ্ছা খেলাপিদের সামাজিকভাবে বয়কটের পক্ষে দেশের ব্যাংকাররাও। জানতে চাইলে বেসরকারি ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশের (এবিবি) সাবেক চেয়ারম্যান ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘স্বেচ্ছা খেলাপিদের নিয়ে ভারতে একটি মাস্টার সার্কুলার আছে। ওই সার্কুলারে কারা স্বেচ্ছা খেলাপি হবেন, তাঁদের সংজ্ঞায়িত করা আছে। আমরা বিভিন্ন মহলে বারবারই বলার চেষ্টা করেছি, যদি স্বেচ্ছা খেলাপিদের জন্য দৃষ্টান্তস্বরূপ কিছু করা না হয়, তাহলে খেলাপি হওয়ার সংস্কৃতি থেকে বের হওয়া কঠিন। এটি বিভিন্নভাবে হতে পারে। বিশেষভাবে স্বেচ্ছা খেলাপি হলে কী কী সুবিধা তাঁরা পাবেন না সেটি নির্দিষ্ট করা। তবে সবার আগে স্বেচ্ছা খেলাপির সংজ্ঞা নির্ধারণ জরুরি। এরপর সংজ্ঞা অনুযায়ী যথাযথভাবে তাঁদের শনাক্ত করা। এটি সঠিকভাবে করাও ফ্যাক্ট। তাই এটি যথাযথভাবে করতে না পারলে তাঁদের বিরুদ্ধে যে ব্যবস্থাই নেওয়া হোক না কেন, তা কাজে আসবে না।’
- ‘অপারেশন সুন্দরবন’র টিজার প্রকাশ (ভিডিও)
- এ এক বদলে যাওয়া বাংলাদেশ: প্রধানমন্ত্রী
- স্বার্থবিরোধী কাজে ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না
- যেসব ঔষধি গুণে ভরপুর পেঁয়াজ কলি
- বসন্তের আবহাওয়ায় শিশুর যত্নে করণীয়
- রায় ঘোষণার নয় বছর পর গ্রেফতার হলো ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামী
- আমি অবশ্যই টিকা নেবো: প্রধানমন্ত্রী
- বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারেনি: প্রধানমন্ত্রী
- সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন নৌবাহিনী প্রধান
- ১৫ মার্চের মধ্যে আনতে হবে আমদানির সব চাল
- দেশের মাথাপিছু আয় ২০৬৪ ডলার
- একাধিক পদে চাকরি দিচ্ছে ঢাকা বিআরটি
- ‘অটো ডিলিট’ ফিচার এনেছে টেলিগ্রাম
- একযুগ আগের আর আজকের বাংলাদেশ এক নয়: প্রধানমন্ত্রী
- ‘আল জাজিরার সংবাদ নিয়ে উদ্বিগ্ন নয় বাংলাদেশ’
- নানা স্বাদের হালুয়া
গাজরের হালুয়া - উন্নয়নশীল দেশে উত্তরণের কৃতিত্ব নতুন প্রজন্মের : প্রধানমন্ত্রী
- এলডিসি থেকে উত্তরণের সুপারিশ তুলে দেয়া হলো প্রধানমন্ত্রীর হাতে
- ‘আইনের অনাকাঙ্ক্ষিত ধারাগুলো সংশোধন করা সম্ভব’
- পৃথিবীর বুকে বাংলাদেশ একটি মর্যাদাশীল রাষ্ট্র: কৃষিমন্ত্রী
- ‘মুশতাকের শরীরে আঘাতের চিহ্ন নেই; আমাদের কোন অভিযোগ নাই’
- মুশতাক আহমেদের স্বাভাবিক মৃত্যু নিয়ে জলঘোলা করার নেপথ্য কাহিনী
- আ`লীগ প্রার্থীর প্রচারকেন্দ্রে বিএনপির কর্মী-সমর্থকদের হামলা
- করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫, শনাক্ত ৪০৭
- ভাষা সংগ্রাম থেকে স্বাধীনতার মহানায়ক
- জিয়াউর রহমান স্বাধীনতার মূল্যবোধকে নির্বাসনে পাঠিয়েছিলেন: কাদের
- দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ৬২ জনের চাকরির সুযোগ
- রোহিঙ্গা সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়ার আহ্বান
- আগামী বছরের জুনে যানজট থেকে ‘মুক্তি’!
- উদ্বোধনের অপেক্ষায় চট্টগ্রামের শেখ হাসিনা পানি শোধনাগার
- লোহার জিনিস আটকে যায় এই ‘চুম্বক মানবের’ শরীরে
- ২০ বছরের সাধনায় ৩ বই, যার প্রতিটি শব্দই শুরু ‘ক’ বর্ণে
- শরীয়তপুরে ভুয়া ডিএসবি পুলিশ ও জাতিসংঘের প্রতিনিধি আটক
- বিএনপি নির্বাচনে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ: পানিসম্পদ উপমন্ত্রী
- ২০২০ সালের সেরা চারটি প্রত্নতাত্ত্বিক আবিষ্কার
- ভেদরগঞ্জে নিরাপদ ও উচ্চ পুষ্টিমান ফসল উৎপাদন বিষয় প্রশিক্ষণ শুরু
- রান্নাবান্না
সুস্বাদু দই চিংড়ি - যে পিরামিডের একপাশে ঠান্ডা অন্যপাশে গরম
- শরীয়তপুর জেলা ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১
- স্পেস স্টেশনের ক্যামেরায় ধরা পড়ল ভুতুড়ে আলো
- ঘরোয়া উপায়ে দূর করুন কৃমি
- আমানত রক্ষা করা ঈমানী দায়িত্ব, খেয়ানতকারীর জন্য ভয়ঙ্কর শাস্তি
- জাজিরা সেনাক্যাম্পে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন
- আজ ‘রোজ ডে’
- অস্ট্রেলিয়ায় চাকরির সুবর্ণ সুযোগ
- নড়িয়ায় ককটেল-রানদা উদ্ধার
- সেতু কর্তৃপক্ষে একাধিক পদে নিয়োগ
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে বেল
- ভেদরগঞ্জে পুলিশের হাতে ৫ মাদক ব্যবসায়ী আটক
- ভেদরগঞ্জে পৌনে এক কোটি টাকার মধু আহরণের সম্ভাবনা