• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

আমড়ার নানা পদ

আমড়ার ডাল

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ আগস্ট ২০২১  

উপকরণ: আমড়া টুকরা করে কাটা ১ কাপ, মসুর ডাল ১ কাপ, কাঁচা মুগডাল আধা কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, রসুনকুচি ১ চা-চামচ, আস্ত জিরা আধা চা-চামচ, শুকনা মরিচ ২টি, তেজপাতা ২টি, কাঁচা মরিচ ২টি, হলুদগুঁড়া সামান্য, লবণ স্বাদমতো, তেল প্রয়োজনমতো।
 

প্রণালি: ডাল ধুয়ে লবণ ও পানি দিয়ে চুলায় জ্বাল দিন। ডাল সেদ্ধ হলে ঘুঁটে মিশিয়ে দিন। সামান্য হলুদ, কাঁচা মরিচ, রসুন, তেজপাতা ও আমড়া দিন। আমড়া সেদ্ধ হলে নামিয়ে রাখুন। এবার কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ, রসুন, আস্ত জিরা ও শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিন। এতে রান্না করা আমড়ার ডাল ঢেলে দিন। একটু নেড়েচেড়ে নামিয়ে পরিবেশন করুন।