• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

তরমুজের স্মুদি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩  

বাজারে এখন পাওয়া যাচ্ছে রসালো ফল তরমুজ। গরমে স্বস্তি পেতে এই মৌসুমি ফলের এক গ্লাস ঠাণ্ডা স্মুদি আপনাকে করবে সতেজ। এটি বানানোও ভীষণ সহজ। রইল রেসিপি।
উপকরণ
তরমুজের টুকরা- দেড় কাপ (বিচি ছাড়িয়ে নিন), পাকা কলা- একটি (টুকরা করা), দই- তিন কাপ,
পুদিনা পাতা- এক মুঠো, চিনি- স্বাদ মতো।

প্রণালী:
প্রথমে খরমুজ ব্লেন্ড করে নিন। এরপর পাকা কলা, দই ও পুদিনা পাতা দিয়ে ব্লেন্ড করুন, যেন মিহি হয়ে যায়। সব শেষে চিনি মিশিয়ে ব্লেন্ড করুন। চাইলে চিনি বাদ দিয়েও বানাতে পারেন স্মুদি। পরিবেশন করুন গ্লাসে ঢেলে ও বরফ কুচি মিশিয়ে।