• বুধবার   ২২ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৭ ১৪২৯

  • || ২৯ শা'বান ১৪৪৪

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
নতুন বাজার খুঁজে বের করতে বললেন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সক্ষম হয়েছি দেশের সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলছি দুর্নীতি প্রতিরোধে দুদককে সর্বাত্মক প্রয়াস চালানোর নির্দেশ সরকারের পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত হয়েছে ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রায় জনগণের সুস্বাস্থ্য অপরিহার্য পূর্বশর্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জঙ্গিদের নেটওয়ার্ক ধরতে সক্ষম হয়েছে র‌্যাব: প্রধানমন্ত্রী

সাড়ে ৯ ঘণ্টা পর মোংলা ইপিজেডের আগুন নিয়ন্ত্রণে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১টা ১১ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস খুলনা বিভাগীয় উপপরিচালক মামুন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের ১১টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ড্যাম্পিংডাউনের কাজ চলছে। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ইপিজেডের ভিআইপি কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থেকেই নৌবাহিনী, খুলনা, বাগেরহাট ও মোংলা ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। এ ঘটনায় ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে মোংলা ইপিজেড কর্তৃপক্ষ।

মামুন মাহমুদ জানান, বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের খবর পেয়ে নৌবাহিনীসহ ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করে। ফ্যাক্টরিতে ফ্যাব্রিক্স, পলিথিন, ফ্যাব্রিকেটেড যেসব পণ্য রয়েছে, সবকিছুই পেট্রোলিয়াম প্রোডাক্ট। এই কারণে আগুন নেভানো একটু কঠিন হয়ে দাঁড়ায়।

হতাহত বা শ্রমিকদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না জানাতে চাইলে তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুরো ফ্যাক্টরি তল্লাশি করলে বোঝা যাবে কেউ আহত হয়েছেন কি না।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভিআইপি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় দুপুরে হঠাৎ আগুন লাগে। এ কারখানায় কোম্পানিটির ফেব্রিক্স ছিল। তবে অগ্নিকাণ্ডের সময় দ্রুত সেখানকার কর্মরত শ্রমিকরা বেরিয়ে পড়েন। এই মুহূর্তে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না।