• বুধবার   ২২ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৮ ১৪২৯

  • || ২৯ শা'বান ১৪৪৪

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
নতুন বাজার খুঁজে বের করতে বললেন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সক্ষম হয়েছি দেশের সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলছি দুর্নীতি প্রতিরোধে দুদককে সর্বাত্মক প্রয়াস চালানোর নির্দেশ সরকারের পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত হয়েছে ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রায় জনগণের সুস্বাস্থ্য অপরিহার্য পূর্বশর্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জঙ্গিদের নেটওয়ার্ক ধরতে সক্ষম হয়েছে র‌্যাব: প্রধানমন্ত্রী

কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, ২ যুবকের যাবজ্জীবন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

নারায়ণগঞ্জের রুপগঞ্জে এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ঘটনায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন – জাফর ইসলাম রিজভী (৩৬) ও সজিব ভূইয়া বাবু (৩৬)।

রায়ের বিষয়টি নিশ্চিত করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট রকিবউদ্দিন আহমেদ।

মামলার নথিসূত্রে পিপি রকিবউদ্দিন আহমেদ জানান, ২০১২ সালের ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৫টা থেকে রাত ১০টার যে কোনো সময়ে রুপগঞ্জ থানার পূবেরগাও এলাকা থেকে ভিকটিমকে অপহরণ করে নিয়ে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে এবং পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, ২০১২ সালের ১৩ নভেম্বর রূপগঞ্জ থানার এসআই মঞ্জুর রহমান দুইজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। মামলাটির বিচার চলাকালে বাদী, তদন্তকারী কর্মকর্তাসহ ৫ জন সাক্ষী দেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত রায়ে সজিব ভূইয়া বাবুকে ও জাফর ইসলাম রিজভীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন।