• বুধবার   ২২ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৭ ১৪২৯

  • || ২৯ শা'বান ১৪৪৪

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
নতুন বাজার খুঁজে বের করতে বললেন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সক্ষম হয়েছি দেশের সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলছি দুর্নীতি প্রতিরোধে দুদককে সর্বাত্মক প্রয়াস চালানোর নির্দেশ সরকারের পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত হয়েছে ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রায় জনগণের সুস্বাস্থ্য অপরিহার্য পূর্বশর্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জঙ্গিদের নেটওয়ার্ক ধরতে সক্ষম হয়েছে র‌্যাব: প্রধানমন্ত্রী

হিরো আলমকে গাড়ি উপহার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

বগুড়ায় দুটি আসনের উপ-নির্বাচনে এমপি প্রার্থী হিসেবে লড়ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত চিত্রনায়ক হিরো আলম। বুধবার ওই দুটি আসনে চলছে ভোটগ্রহণ। আর এতে তার জনপ্রিয়তায় মুগ্ধ হয়ে নিজের নোহা গাড়ি উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন হবিগঞ্জের চুনারুঘাটের নরপতি গ্রামের হাজী আব্দুল জব্বার জিএল একাডেমি অ্যান্ড হাই স্কুলের প্রিন্সিপাল এম. মুখলিছুর রহমান। মঙ্গলবার রাত ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।
তিনি জানান, হিরো আলম জিরো থেকে হিরো হয়েছেন। তিনি জীবনে অনেক কষ্ট করেছেন। হিরো আলম এখন সোনার মানুষ হিসেবে পরিণত হয়েছেন। তিনি নির্দলীয় ও জনপ্রিয়। তাই নিজের ব্যবহৃত ৬ লাখ টাকা দামের গাড়িটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় এম. মুখলিছুর রহমান নিজের ফেসবুক পেজে হিরো আলমকে গাড়ি উপহার দেওয়ার বিষয়টি লাইভে এসে ঘোষণা করেন। তিনি জানান, আগের দিন সোমবার একইভাবে তার ফেসবুক পেজে সিলেটবাসীর পক্ষ থেকে চাঁদা তুলে হিরো আলমকে ৫ লাখ টাকা উপহার দেওয়ার আহ্বান জানান। এতে কমেন্ট বক্সে অনেকেই বাজে মন্তব্য করেন এবং হিরো আলমকে তুচ্ছ তাচ্ছিল্য করেন। এতে সিলেটের মানহানী হয়েছে বলে অনেকেই উল্লেখ করেন। এ কারণে গাড়িটি উপহার দিবেন বলে ভিডিওটি করেছেন তিনি।

ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘আমি ফালতু ভিডিও করি না। আমি ওয়াদা করলাম, হিরো আলমকে আমার নোহা গাড়িটি উপহার দিলাম। তিনি নির্বাচনে পাস করেন আর ফেল করেন ২ ফেব্রুয়ারি সকালে যেনো সিলেটের চুনারুঘাট এসে গাড়িটি নিয়ে যান। আমি কাগজপত্র তৈরি করে রেখেছি। সিলেট বাংলার দ্বিতীয় লন্ডন। তাই আমি সিলেটবাসীর ইজ্জত নষ্ট করতে চাই না। সবাই আমার ভিডিওটি সেভ করে রাখেন, স্কিনশর্ট দিয়ে রাখেন, আমি ওয়াদা ভঙ্গ করবো না। সবশেষে হিরো আলম জয়ী হবেন বলে শুভ কামনাও জানান তিনি।