• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

বানারীপাড়ায় উপকারভোগীদের মাঝে চাল ও কার্ড বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩  

বরিশালের বানারীপাড়ায় ভিডব্লিউবি উপকারভোগীদের মাঝে কার্ড ও চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগীতায় আজ রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের ৪শত ৩২জন ভিডব্লিউবি উপকারভোগীদের কার্ড ও চাল বিতরণ করে কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল জলিল মিয়ার সভাপতিত্বে ভিডব্লিউবি উপকারভোগীদের মাঝে কার্ড ও চাল বিতরণ কার্যক্রম প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী।

বিতরণ সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক মো. নুরুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহাসিনউল আলম, উপজেলা মহিলা বিষয়ক দীপিকা রানী সেন, ইউপি সদস্য আলাউদ্দিন মিয়াসহ প্রমুখ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী সদর ইউনিয়নের ৪শত ৩২ জনের ভিডব্লিউবি উপকারভোগীদের কার্ড ও চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা মহিলা বিষয়ক দীপিকা রানী সেন সাংবাদিকদের বলেন, উপজেলা সদর ইউনিয়নে এই কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে এই কার্যক্রম শুরু করা হবে।