• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে ভ্যাকসিন গ্রহনের উদ্দীপনামূলক আস্থা ও স্বস্তির পদযাত্রা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি: বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় শরীয়তপুরে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহনের উদ্দীপনামূলক আস্থা ও স্বস্তির পদযাত্রা অনুষ্ঠিত হয়। উক্ত পদযাত্রা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন হতে ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল শরীয়তপুর পর্যন্ত।

পদযাত্রা শেষে সদর হাসপাতাল শরীয়তপুর হতে জেলা পুলিশ ও জেলা প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর, এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর, ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ, সিভিল সার্জন, শরীয়তপুর, মোঃ সাইফুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) শরীয়তপুর, মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরীয়তপুর, মনদীপ ঘরাই, উপজেলা নির্বাহী অফিসার, শরীয়তপুর সদর, শরীয়তপুর, ডা. মনিরুল ইসলাম, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, শরীয়তপুরসহ উপস্থিত বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।