• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৫ মার্চ ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ ‘মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি’ প্রতিপাদ্যে শরীয়তপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২১ পালন করা হয়েছে। ১৫ মার্চ সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পায়রা অবমুক্ত করে এবং ভোক্তাদের অবগতির লক্ষ্যে ট্রাক শো- উদ্বোধন করে দিবসের কার্যক্রম শুরু করা হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেন। 

দিবসের গুরুত্ব, প্রয়োজনীয়তা ও করণীয় সম্পর্কে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ভোক্ত অধিকার সংরক্ষণ কার্যালয় শরীয়তপুরের সহকারী পরিচালক মো. সুজন কাজী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পালং মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ফখরুল ইসলাম, শরীয়তপুর সরকারী কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ও ক্যাবের সদস্য অধ্যাপক প্রদুত কুমার দাস, ক্যাবের সহ-সভাপতি এডভোকেট মাসুদুর রহমান, চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি আব্দুস সালাম বেপারী, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-২ বিল্লাল হোসেন খান প্রমূখ। সভা সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. মাহাবুবুল ইসলাম।

এই সময় বক্তারা বলেন, বিশ্বে প্রতিদিন ৩৮ কোটি ১০ লক্ষ মেট্টিকটন প্লাস্টিক বর্জ তৈরী হয়। এর মধ্য থেকে ৯ শতাংশ রিসাইকেল করে অন্য কোন পণ্য তৈরী করা হয়। অবশিষ্ট সকল প্লাস্টিক মাটি ও পানির সাথে মিশে পরবর্তীতে মানবদেহে প্রবেশ করে। এর ফলে জীবনঘাতী ক্যান্সার ও হতে পারে। এই সকল প্লাস্টিকের গায়ে মেয়াদকাল উল্লেখ থাকে না। তাই হাজার বছরেও তা পচে না। আমাদের প্লাস্টিক বর্জণ করে পাটের তৈরী ব্যাগ ব্যবহারে সচেতন হয়ে এবং প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে। প্লাস্টিক তৈরীর কারখানা রাষ্ট্রীয় ভাবে বন্ধ করতে হবে।