• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নতুন উদ্যোক্তারা জামানত বিহীন ঋণ পাবে: সিনিয়র সচিব

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৯ জুন ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আখতার হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, নতুন উদ্যোক্তাদের ঋণ দিতে ‘স্টার্ট-আপ ফান্ড’ নামে ৫০০ কোটি টাকার তহবিল গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ তহবিল থেকে স্বল্প সুদে জামানতবিহীন ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা। একজন গ্রাহক সর্বোচ্চ এক কোটি টাকার ঋণ পাবেন। 

তিনি আজ ১৯ জুন শনিবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে মাশরুম চাষ প্রশিক্ষণ উদ্বোধনকালে একথা বলেন।
শরীয়তপুর জেলা প্রশাসন এর তিন বছর মেয়াদী পরিকল্পনার অংশ হিসেবে তরুন উদ্যোক্তাদের কর্মসংস্থানের উপর দিন ব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর জেলা প্রশাসন মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আজহারুল ইসলাম খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন। 

সিনিয়র সবিচ মোঃ আখতার হোসেন আরও বলেন, বাংলাদেশের যুব শক্তিকে সম্পদে পরিনত করার জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন কর্মসূচীর বাস্তবায়ন করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আমাদের শরীয়তপুরে যুব উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়ে গেছে। প্রধানমন্ত্রী চান যুবকরা চাকুরীর পিছনে ঘুরবে না নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের উন্নয়নের পাশাপাশি তারাই অন্যদের চাকুরীর সুযোগ করে দিবে। এই মাশরুম চাষ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিতরা নিজের আর্থিক উন্নয়নের পাশাপাশি মাশরুম খাবার করে জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারবে বলে আমি মনে করি।