• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন শরীয়তপুর টিমকে জেলা প্রশাসকের সংবর্ধনা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ জুন ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এ ঢাকা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন শরীয়তপুর জেলা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

আজ সোমবার চ্যাম্পিয়ন দল শরীয়তপুর জেলা টিম (বালক) এবং শরীয়তপুর জেলা টিম (বালিকা) কে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসক তাদেরকে প্রথমে ফুলেল সংবর্ধনায় বরণ করে নেন। পরবর্তীতে তিনি উভয় টিমের সকল খেলোয়াড় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুপ্রেরণা মূলক উপহার প্রদান করেন।
২৭ জুন রবিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) প্রতিযোগিতা ২০২১ এর ফাইনাল ম্যাচে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে শরীয়তপুর জেলা টিম (বালক), নরসিংদী জেলা টিমকে (বালক) ০৪-০৩ (১-১) গোলে পরাজিত করে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়। 

গত ২৭ জুন ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) প্রতিযোগিতা ও শরীয়তপুর জেলা টিম ভাল ফলাফল করেছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাখাওয়াত হোসেন, এনডিসি মোঃ পারভেজ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুস সালাম, জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন উপস্থিত ছিলেন।