• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

করোনাকালে মেডিকেল সরঞ্জাম দিলেন এমপি নাহিম রাজ্জাক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ আগস্ট ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি:

করোনা মোকাবেলায় জেলা প্রশাসকের মাধ্যমে শরীয়তপুর সদর হাসপাতালে মেডিকেল সরঞ্জাম দিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক।

রোববার (০১ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পারভেজ হাসানের হাতে মেডিকেল সরঞ্জাম তুলে দেন সংসদ সদস্য।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, শরীয়তপুরের সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. এসএম মাসুদ হাসান, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ প্রমূখ উপস্থিত ছিলেন।

মেডিকেল সরঞ্জামের ভিতর রয়েছে অক্সিজেন কনসেনট্রেটর ৮টি, অক্সিজেন সিলিন্ডার ১০টি, অক্সিজেন ফ্লো মিটার ৫ হাজার, পিপিই ২৭ পিস, অক্সিজেন রেগুলেটর ১০টি। 

সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সকলে করোনা মোকাবেলায় কাজ করছি।

ধারাবাহিকভাবে সদর হাসপাতাল, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা মেডিকেল সরঞ্জামগুলো দিচ্ছি। 

আমাদের রাজনৈতিক সংগঠনগুলো যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নিয়ে একটি সেচ্ছাসেবী সংগঠন করা হচ্ছে। যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তারা প্রয়োজনীয় সবকিছু দিয়ে আসবে। এছাড়া শরীয়তপুর-৩ আমার আসনে ত্রাণসামগ্রী বিতরণ চলমান রয়েছে। 

এসময় জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, যারা জনপ্রতিনিধি আছেন সবাই আমাদের প্রশাসনের পাশে থেকে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে থাকেন। আজ আমরা যে মেডিকেল সরঞ্জাম পেলাম তা এখনই সিভিল সার্জনকে বুঝিয়ে দেব।