• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুর পৌরসভার বাজেট ৫৪ কোটি ৮০ লাখ ৩৮ হাজার ৭২৪ টাকা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি:

২০২১-২২ অর্থবছরের জন্য শরীয়তপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভা মিলনায়তনে বাজেট উপস্থাপন করেন পৌরসভার মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান।

আয়-ব্যয় সমান ধরে ২০২১-২২ অর্থ বছরের বাজেট ধরা হয়েছে ৫৪ কোটি ৮০ লাখ ৩৮ হাজার ৭২৪ টাকা। বাজেটে নিজস্ব আয় ধরা হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ ৩৮ হাজার  ৭২৪ টাকা এবং অন্যান্য উৎস থেকে ধরা হয়েছে ৪০ কোটি ৮৫ লক্ষ টাকা।

এসময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর পৌরসভার সচিব মো. এনামুল হক, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মো: বাচ্চু বেপারী, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরগণ, সাংবাদিকগণসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

মেয়র অ্যাডভোকেট পারভেজ রহমান বলেন, অতিরিক্ত বাজেট ঘোষণা না করে শরীয়তপুর পৌরসভা যতটুকু বাস্তবায়ন করা সম্ভব সে মতেই সীমিত আকারে বাজেট ঘোষণা করা হয়েছে।