• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে বিশ্ব খাদ্য দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ
"আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ।ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন।"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার জেলা প্রশাসন, শরীয়তপুর ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শরীয়তপুরের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস ২০২১ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক "আলোচনা সভা" অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক  মোঃ পারভেজ হাসান। শরীতয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর  উপপরিচালক মোঃ আবদুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ সাইফুর রহমান,পিপিএম  জেলা বাংলাদেশ আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র পারভেজ রহমান।

প্রধান অতিথি  জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন,  জাতিসংঘের তথ্যমতে ইথিওপিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান এবং ইয়েমেনে প্রায় পাঁচ লাখ মানুষ দুর্ভিক্ষের মতো পরিস্থিতিতে আছে। সাম্প্রতিক মাসগুলোতে বুরকিনা ফাসো এবং নাইজেরিয়ার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীও প্রায় একই পরিস্থিতিতে পড়েছে"। করোনা মহামারির মধ্যেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর সুযোগ্য নেতৃত্বে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

দা হাঙ্গার প্রজেক্টের তথ্য অনুসারে, প্রায় ৬৯ কোটি মানুষ বিশ্বব্যাপী ভয়াবহ দরিদ্রতার সাথে বাস করছে, আর ৮৫ কোটি মানুষ দরিদ্রতার ঝুঁকিতে আছে কোভিডের কারণে।