• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

শরীয়তপুরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনায় কর্মশালা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুর জেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে জাটকা ধরবো না, দেশের ক্ষতি করবো না- এ স্লোগানকে সামনে রেখে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার( ৩০নভেম্বর ) দুপুরে শরীয়তপুর পৌরসভার  মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় দেশে ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে জেলেদের বিকল্প কর্মসংস্থানে প্রশিক্ষণ ও  প্রণোদনা বৃদ্ধি , নিষিদ্ধ জাল উৎপাদন-বিপণন বন্ধ, নদীর নব্যতা বৃদ্ধিসহ নানা কর্মসূচির কথা বলা হয়। শরীয়তপুর জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে  কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন  ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মোঃ জিল্লুর রহমান, ইলিশ  সম্পদ ব্যস্থাপনা ও উন্নয়ন প্রকল্পেরর প্রকল্প পরিচালক মোঃ জিয়া  হায়দার চৌধুরী, 

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিল্লুর রহমান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মো. জিয়া হায়দার চৌধুরী, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর)  তানভির হাযদার শাওন,শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন,।স্বাগত বক্তব্য রাখেন  শরীয়তপুর জেলা মৎস্য অফিসার প্রনব কুমার সরকার। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন মৎস্য অধিদপ্তরের উপপ্রকল্পপরিচালক মাহাবুব রহমান।কর্মশালায় জেলে,আড়ৎদার,ব্যবসাযী সরকারি কর্মকর্তা,  পুলিশ,সাংবাদিকসহ শতাধিক অংশগ্রহণকরি অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে  জেলাপ্রশাসক  মোঃ পারভেজ হাসান বলেন, বলেন ইলিশ জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষায জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়ে উপযোগী  কার্যকর পদক্ষেপ  নিযেছেন। যার ফলে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। ইলিশ রক্ষায় সবাইকে আন্তরিক হওয়ার জন্য আহবান জানান।