• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার হাতেই নিরাপদ : এনামুল হক শামীম

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১  

 শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এমপি’র আয়োজনে জেলা আওয়ামীলীগের বিজয় র‌্যালি উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, আমরা আওয়ামীলীগের নেতৃত্বে সমৃদ্ধ শরীয়তপুর গড়ার জন্য কাজ করছি। বাংলাদেশের যত গুলো অর্জন তা একমাত্র আওয়ামীলীগের নেতৃত্বেই হয়েছে। আমাদের শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পেয়েছি। যা আগামী বিজয় দিবসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে শরীয়তপুর এনে উদ্বোধন করাবো। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ একমাত্র তার কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতেই নিরাপদ। 

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু’র সঞ্চালনায় শরীয়তপুর শিল্পকলা মাঠে বিজয় র‌্যালির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা হযরত আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, জাজিরা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোবারক আলী সিকদার, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শরীয়তপুর পৌরসভা আওয়ামীলীগ সভাপতি এমএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আমির হোসেন, সদর উপজেলা যুবলীগ সভাপতি বিল্লাল হোসেন দিপু, সাধারণ সম্পাদক হোসেন সরদার।   

হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে বিজয়ের ৫০ বছর সুবর্ণজয়ন্তীতে অনুষ্ঠিত র‌্যালিটি শরীয়তপুর শিল্পকলা মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দীর্ঘ প্রায় ৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে একই স্থানে এসে শেষ হয়। স্মরণ কালের ঐতিহাসিক এই বিজয় র‌্যালিটি জেলার প্রথম ও বৃহত জনতার অংশ গ্রহণ বলে জেলাবাসী মনে করেন। 

এসময় নৌকা, ঘোড়া, রং বে-রঙের এর ফেস্টুন ব্যানার নিয়ে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা নিজ ব্যানারে র‌্যালিতে অংশ গ্রহণ করে।