• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপমন্ত্রী 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম। 

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, আগামী ২৬ ডিসেম্বর ভেদরগঞ্জ, ডামুড্যা উপজেলা ও ৫ জানুয়ারি নড়িয়া, জাজিরা উপজেলার ইউপিগুলোতে নির্বাচন। ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে যা প্রয়োজন সেটাই আপনারা করবেন। কেই কাউকে হয়রানি করবেন না। আমিও জদি অন্যায় করি তাও মানবেন না। প্রশাসনের অতি উতসাহে যেন কোন বদনাম না হয়।

আজ রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সভা কক্ষে শরীয়তপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এসে  এসব কথা বলেন তিনি।

উপমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলার মানুষ শান্তিতে থাকে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই শেখ হাসিনার সরকার বার বার দরকার।  

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন অপু।

শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. পারভেজ হাসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সিভিল সার্জন এসএম আব্দুল্লাহ আল মুরাদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, সাবেক মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ডামুড্যা পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আবুল বাসার, জাজিরা পৌরসভার মেয়র মো. ইদ্রিস মাদবর প্রমূখ।