• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শরীয়তপুর এলজিইডির অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলীর সভাকক্ষ কামরুল ইসলাম সিদ্দিকী মিলনায়তনে সুশাসন প্রতিষ্ঠার জন্য অংশীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

সোমবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টায় শরীয়তপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী প্রকৌশলী ওয়াহিদুজ্জামান, সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, নড়িয়া উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবউদ্দীন খান, ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী ফারহান মোঃ জহীর, জাজিরা উপজেলা প্রকৌশলী মোঃ ইমন মোল্যা, গোসাইরহাট উপজেলা প্রকৌশলী দশরত বিশ্বাস, ডামুড্যা উপজেলা প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, দৈনিক রুদ্রবার্তা সম্পাদক শহিদুল ইসলাম পাইলট, দৈনিক হুংকার নির্বাহী সম্পাদক এম. হারুন অর রশিদ, ঠিকাদার মোঃ রুহুল আমিন মানিক, ওমর ফারুক পাংকু। 

সভায় সভাপতির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান ফরাজী বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সেবাগ্রহীতা-অংশীজনের সন্তুষ্টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের অন্যতম। বিষয়টির গুরুত্ব বিবেচনায় সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের ক্ষেত্রে জাতীয় শুদ্ধাচার কৌশল এর আওতায় সুশাসন প্রতিষ্ঠায় সেবা সহজীকরণসহ নানা অনুশাসনের বাস্তবায়ন বাধ্যতামূলক। সেবাগ্রহণ প্রক্রিয়ায় অংশীজনদের অভিজ্ঞতা, মূল্যায়ন ও মতামত গ্রহণ ব্যতিরেকে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। এলজিইডি কর্তৃপক্ষ অংশীজন-প্রতিক্রিয়াকে সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত হিসেবে গন্য করে। গ্রাহক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সকলকে দ্রুততা এবং শুদ্ধতার সাথে কাজ করার নির্দেশ দেন। তিনি সাংবাদিকদের সাথে তথ্য প্রদান সহজ করা সহ মিট দ্যা প্রেস আয়োজনের উপর গুরুত্ব প্রদান করেন।

তিনি বলেন, সাংবাদিকদের সাথে যোগাযোগ কম থাকায় এলজিইডির মাধ্যমে সরকারের ব্যাপক উন্নয়ন কাজ গুলো প্রচার প্রচারণায় জনসন্মুখে আসছেনা। তিনি বলেন, সাংবাদিকদের সাথে যোগাযোগ বেশী হলে সংবাদটি সঠিক ভাবে প্রকাশ হবে বলে তিনি মনে করেন। জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের তথ্য প্রাপ্তি সহজ করতে তথ্য অধিকার আইন করেছেন।