• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি:
র‌্যালি, আলোচনা সভা, বিভিন্ন সেবা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে ২ জানুয়ারী রবিবার জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এবার দিবসটির প্রতিপাদ্য ' মুজিববর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’।

দিবস পালনের কর্মসূচির অংশ হিসেবে ২ জানুয়ারী রবিবার সকাল ১০টায় শরীয়তপুর পৌরসভার সামনে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকেএকটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক বিশ্বজিৎ বৈদ্য এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রাজিবুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মনদীপ ঘরাই, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ সৈয়দা শাহিনুর নাজিয়া। বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়জুল বারি, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াছমিন। আলোচনা শেষে সংগীত দৃষ্টি প্রতিবন্ধি কণ্ঠশিল্পী বিল্লাল হোসেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, ক্ষুদা ও দারিদ্রমুক্ত সমাজ গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সরকারের সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে আমরা আজ জাতীয় সমাজ সেবা দিবস পালন করছি। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্টীর জন্য উন্নত জীবন যাপনের ব্যবস্থা করতে মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যা শেখ হাসিনা প্রতি বছর ২ জানুয়ারী এ দিবসটি পালনের নির্দেশ দিয়েছেন। জেলা প্রশাসক বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ একটি আধুনিক কল্যানমুখি রাষ্ট্রে পরিনত হবে বলে আমি বিশ্বাস করি। সমাজ কল্যান মন্ত্রণালয় দেশের দুস্থ, দরিদ্র, অবহেলিত, সুবিধা বঞ্চিত ও প্রতিবন্ধি জনগোষ্ঠীর নিরলস সেবা দিয়ে যাচ্ছে। যার ফলে প্রধানমন্ত্রীর ক্ষুদা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার অগ্রযাত্রা সহজতর হয়েছে।