• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে উগ্রবাদ প্রতিরোধে ছাত্র, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের সাথে সেমিনার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রাতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প “উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করনীয়” বিষয়ে দিন ব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০ টায় শরীয়তপুর পৌরসভা সম্মেলন কক্ষে, জেলা পুলিশের সার্বিক সহযোগিতা, বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আয়োজনে, শরীয়তপুর জেলার ছাত্র, গণমাধ্যমককর্মী ও সুশীল সমাজের অংশগ্রহণে বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প “উগ্রবাদ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করনীয়” বিষয়ে দিন ব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার শরীয়তপুর এস.এম. আশরাফুজ্জামান। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সাইফুর রহমান পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ (শরীয়তপুর) এর অধ্যক্ষ হারুন অর রশিদ, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে।

এসময় আরো উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন, অতিরিক্ত পুলিশ সুপার সদর শরীয়তপুর তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার কাউন্টার টেরোরিজম ইউনিট ডিএমপি (ঢাকা) আতিকুল হক প্রধান সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।