• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

শেখ হাসিনা দেশের দারিদ্র্যের হার ২০.৫ শতাংশের নীচে নামিয়েছে : উপমন্ত্রী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা শরীয়তপুর -০২ আসনের সাংসদ ও পানি সম্পদ মন্ত্রনালয়ের  উপমন্ত্রী একেএম এনামূলহ শামীম এমপি বলেছেন, বর্তমান সরকার গৃহীত মেগা-প্রকল্পগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। গত সাড়ে তের বছরে বাংলাদেশ উন্নয়নের সকল সূচকে অভূতপূর্ব অগ্রগতি সাধন করেছে।  

তিনি বলেন, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে আমারা সফলভাবে করোনা মহামারি মোকাবিলা করেছি। আমাদের মেগা-প্রকল্পগুলো দ্রুত এগিয়ে যাচ্ছে। আমরা দারিদ্র্যের হার ২০.৫ শতাংশের নীচে নামিয়ে এনেছি। শতভাগ মানুষকে বিদ্যুৎ সুবিধা দিচ্ছি।জঙ্গি-সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলে ‘জিরো টলারেন্স নীতি’ গ্রহণ করেছে। এরই মধ্যে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে।  

১৭ মে রোববার শরীয়তপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জুম প্লাটফর্মে সংযুক্ত  এ কথা বলেন।  উপমন্ত্রী শামীম  বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জন এবং ২০৪১ সালের মধ্যে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ  বাংলাদেশ বিনির্মাণে আমাদের নেত্রী বাঙ্গালী জতির আস্থার ঠিকানা দেশরত্ন শেহ হাসিনা  দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন শুরু করেছি। বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ প্রণয়ন করেছে এবং এর বাস্তবায়নও শুরু করেছে।

শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  শরীয়তপুর জেলার জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে "জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা"  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা শরীয়তপুর-০৩ আসনের  সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক।

এ সময় উক্ত সভায়  উপস্থিত ছিলেন  জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শামীম হোসেন রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক তৌছিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান পিপিএমসহ জেলার বিভিন্ন উপজেলা পরিষদ চেয়ারম্যানগন, উপজেলা নির্বাহী অফিসারগন, পৌর মেয়রগন ছাড়াও জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।