• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পাচ্ছে শরীয়তপুরে ১৭০ জন উপকারভোগী  

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি:

প্রধানমন্ত্রী ঈদ উপহারের ঘর পাচ্ছে শরীয়তপুরে ১৭০ জন উপকারভোগী । আগামী ২৬ এপ্রিল  ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে ৬৪ হাজার ৪০৪টি ঘরের মধ্যে নির্মিত ৩২ হাজার ৯০৪টি ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

আজ রোববার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। 

জেলা প্রশাসক পারভেজ হাসান জানান, মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালের ৭মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে, দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। সেই স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক টিনশেড সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। উপকারভোগীদের কাছে কবুলিয়ত, নামজারি খতিয়ান ও দাখিলা হস্তান্তর করার জন্য সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন। ঘরগুলো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ ঈদ উপহার।  জেলার নড়িয়া ১০টি, সদর ৫৮টি, জাজিরা ২৭টি, ডামুড্যা ৩৬টি, গোসাইরহাট ২৪টি ও ভেদরগঞ্জ উপজেলায় ১৫টি। মোট ১৭০টি গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে জমির দলিলসহ আনুষ্ঠানিক কাগজপত্র হস্তান্তর করা হবে ও ঘরের দখল বুঝিয়ে দেয়া হবে।