• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

শরীয়তপুরে কৃষি আবহাওয়া তথ্য বিস্তার বিষয়ক রোভিং সেমিনার অনুষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৩ জুন ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি : 

শরীয়তপুরে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় "কৃষি আবহাওয়া তথ্য বিস্তার" শীর্ষক রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ১১ টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের আয়োজনে শরীয়তপুর পৌর মিলনায়তনে সেমিনার অনুষ্ঠিত হয়। 

 শরীয়তপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ গোলাম রাসূলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার খাঁ। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুরের পৌরমেয়র পারভেজ রহমান জন, জেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার কর্মকার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুবোধ কুমার দাস, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, মাদারীপুর  আবহাওয়া স্টেশনের আবহাওয়া কর্মকর্তা জনাব মিজানুর রহমান।

সেমিনারে প্রকৃতির প্রতিকূলতার সাথে খাপ খাইয়ে নিরাপদ ফসল উৎপাদন নিশ্চিতকরণে এবং আবহাওয়া গত সৃষ্ট বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, বজ্রপাত সহ নানা কারণে ফসলের ক্ষয়ক্ষতি হ্রাস করতে কৃষক সহ অংশীজনদের সচেতনতা সৃষ্টিতে  সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি,  রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, কৃষক কৃষাণী দের নিয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা  এ ছাড়াও  বক্তারা কৃষকদের নিকট  দ্রুত,  নির্ভরযোগ্য, সময়োপযোগী আবহাওয়া তথ্য প্রদানের মাধ্যমে দেশের খাদ্য উৎপাদন স্বাভাবিক রাখতে নানা কর্মকৌশল নিয়ে আলোচনা করেন।  সেই সাথে বর্তমান সরকারের কৃষি উন্নয়নে আবহাওয়া প্রকল্পের ভূমিকা এবং আরো গ্রহণ যোগ্য উপায়ে আগাম সতর্কসংকেত জানানোর পাশাপাশি বৈজ্ঞানিক যন্ত্রপাতি স্থাপন করে কৃষক সহ মানুষের জানমাল নিরাপদ রাখতে  প্রয়োজনীয় ব্যবস্থা নিতে  আহবান জানান।  

উল্লেখ্য, কৃষি আবহাওয়া প্রকল্পের মাধ্যমে কৃষকদের মোবাইল এসএমএস, ভয়েস মেইল,বুলেটিন প্রদান করে মাঠ পর্যায়ের উপসহকারী কৃষি অফিসার গনের মাধ্যমেকৃষকদের সঠিক সময়ে ধান কাটা, বালাইনাশক প্রয়োগ,  সেচ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেয়া অব্যাহত রয়েছে।  কৃষি আবহাওয়া তথ্য উন্নতকরন প্রকল্পের আওতায় জেলার জাজিরা এবং ভেদরগঞ্জ উপজেলায়  দুইটি মিনি আবহাওয়া পর্যবেক্ষণ  স্টেশন স্থাপন চলমান রয়েছে।

সেমিনারের মর্মকতা উপস্থাপন করেন জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা মো: জামাল হোসেনে। সেমিনারে বিভিন্ন উপজেলার  উপজেলা কৃষি  অফিসার গন, কৃষি সম্প্রসারণ অফিসার গন, বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার বৃন্দ, ২০০ জন কৃষক কৃষাণী,  সুধীজন  সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন অংশগ্রহণ করেন।