• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে ২৫ প্রতিবন্ধী নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ জুন ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি :

২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন হতে যাচ্ছে। এই উপলক্ষে শরীয়তপুরে ২৫জন প্রতিবন্দ্বী নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

পদ্মা সেতু নিয়ে প্রতিবন্ধীদের অনুপ্রেরণা যোগাতে আয়োজনটি করেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্যর ছেলে দানিব বিন ইকবাল। 

আজ বৃহস্পতিবার (২৩ জুন) বেলা ২টার দিকে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্যের শরীয়তপুর কার্যালয়ে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীতায় জেলার ২৫জন বাক, মানষিক, শারীরিক প্রতিবন্ধী অংশগ্রহণ করেন। 

এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুগ্মসাধারণ সম্পাদক বিপ্লব হোসেন নিপু, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএম জাহাঙ্গীর, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র মো. বাচ্চু বেপারী, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা ইয়াসমিন প্রমূখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে সকলের মাঝে পুরস্কার বিতরণ করেন আওয়ামী লীগের নেতারা।

প্রতিবন্ধী সাদিয়া, সালাউদ্দিন বলেন, আমরা পদ্মা সেতুর ছবি একেছি এবং পুরষ্কার পেয়েছি। আনন্দ লাগছে। 

দানিব বিন ইকবাল বলেন, পদ্মা সেতু আমাদের গৌরবের। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল আপা দেশের প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন। তাই ২৫ জন প্রতিবন্ধীদের নিয়ে আজ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তারা পদ্মা সেতুর ছবি আঁকছেন। তাদের প্রত্যেককে পুরস্কৃত করা হয়েছে।