• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

পদ্মা সেতুকে কেন্দ্র করে শরীয়তপুরে হচ্ছে শস্য সংরক্ষণের হিমাগার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

পদ্মা সেতুকে কেন্দ্র করে শরীয়তপুরে কৃষি খাতে ব্যাপক পরিবর্তনের ছোঁয়া লেগেছে। জেলার জাজিরা উপজেলায় নির্মিত হচ্ছে শস্য সংরক্ষণের হিমাগার, যার নাম দেওয়া হয়েছে সিকদার হিমাগার।

পদ্মা নদীর পলিমাটিতে ভরপুর শরীয়তপুরের জাজিরা উপজেলা। প্রতি বছর বর্ষায় এখানে প্রচুর পলিমাটি জমে। ফলে মাটি অনেক উর্বর। আলু, টমেটো, পেঁয়াজসহ বেশ কয়েকটি রবিশস্যের উৎপাদন খুব ভালো হয়। কিন্তু হিমাগারের অভাবে তা সংরক্ষণ করা যায় না। পচে যায় লাখ লাখ টাকার ফসল। পদ্মা সেতুকে সামনে রেখে এবার হিমাগার নির্মাণে এগিয়ে এসেছেন জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী সিকদার নিজেই।

সরেজমিন দেখা যায়, জাজিরা উপজেলার কাজীরহাট এলাকায় সিকদার হিমাগার প্রকল্পের মাটি ভরাটের কাজ চলছে। সেখানে সাইনবোর্ড টানিয়ে জায়গা চিহ্নিত করা হয়েছে। ৬-৭ বিঘা জমির ওপর নির্মাণ করা হচ্ছে এ হিমাগার।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা মোবারক আলী সিকদার বলেন, এই এলাকায় প্রচুর টমেটো হয়। দাম না পাওয়া এবং পরিবহন জটিলতার কারণে একটা সময় গাছেই টমেটো পচে নষ্ট হয়ে যায়। এ ছাড়া আলু, পেঁয়াজ, রসুনসহ অন্যান্য রবিশস্যও ভালো উৎপাদন হয়। কিন্তু হিমাগার না থাকায় কৃষকরা এগুলো খুব বেশিদিন ঘরে রাখতে পারেন না। মৌসুমের সময় কম দামে বিক্রি করে দিতে হয়। সে কারণে কৃষকদের সুবিধার্থে একটা হিমাগার নির্মাণ করতে যাচ্ছেন তিনি।

শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, জাজিরার গুরুত্বপূর্ণ খাত হচ্ছে কৃষি। সিকদার হিমাগার নির্মাণ হলে এটি কৃষিপণ্য সংরক্ষণে কাজে লাগবে, যার মাধ্যমে কৃষকরা তাঁদের পণ্যের ভালো দাম পাবেন।