• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে ঈদ উদযাপন কমিটি সভা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৪ জুলাই ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুর জেলা পবিত্র ঈদুল আজহা উৎযাপন কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফ উদ্দিন গিয়াস।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভা মেয়র এ্যাড, পারভেজ রহমান জন। এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদুজ্জামান, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির। বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুবোধ কুমার দাস, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণ। 

সভায় বক্তারা বলেন, ঈদ উদযাপনে উঠতি বয়সীদের কোনো প্রকার উশৃৃঙ্খলতা মেনে নেয়া হবে না। লাইসেন্স ছাড়া মোটর সাইকেল চালালে অবৈধ চালকের বিরুদ্ধেই শুধু নয়, মোটরসাইকেল আটকে রেখে অভিভাবকদের ডেকে ব্যবস্থা নেয়া হবে। ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপন যাতে শান্তিপূর্ণ হয় তা নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে সকলকে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়। 

ঈদুল আজহা উদযাপনের প্রস্তুতিমূলক সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সাইফ উদ্দিন গিয়াস বলেন, কোরবানির পশু জবাইয়ের পর যাবতীয় বর্জ্য দ্রুত অপসারণ করতে হবে। শরীয়তপুরসহ সকল পৌরসভার ওয়ার্ড ও মহল্লা ভিত্তিক নির্ধারিত স্থানে কোরবানির পশু জবাই করতে হবে। নিজ নিজ দায়িত্বে পরিবেশ পরিষ্কার করতে হবে। হাসপাতাল, জেলখানা, শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। ঈদগাহ ও মসজিদ কমিটি স্থানীয়ভাবে নামাজের সময় নির্ধারণ করে আগেই নিজ নিজ এলাকায় প্রচার করতে হবে। ঈদগাহে আগত মুসল্লিদের অবশ্যই মাক্স পরিধান করতে হবে। মসুল্লিরা নির্ধারিত সময়ের আগেই নামাজের স্থানে উপস্থিত হয়ে নামাজ আদায় করতে পারেন। 

পশুহাট গুলোতে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা ও জাল টাকাকারবারীসহ অজ্ঞান পাটির অপতৎপরতা রোধে পুলিশি তৎপরতা বৃদ্ধির অনুরোধ জানানো হয়। সেই সাথে প্রয়োজনে ড্রোন ব্যবহারের কথাও সভা থেকে জানানো হয়।