• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মাপে তেল কম দেওয়ার অভিযোগে শরীয়তপুরে দুটি পেট্রোল পাম্পকে জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ আগস্ট ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি : মাপে তেল কম দেওয়ার অভিযোগ উঠায় শরীয়তপুরে দুই ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়। রোববার (৭ আগস্ট) বিকেলে শরীয়তপুর শহরের মেসার্স হাজী আ: জলিল ফিলিং স্টেশনকে ৫০ হাজার ও মেসার্স গ্লোরী ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী জানান, দুটি ফিলিং স্টেশনে ডিজেল, পেট্রোল ও অকটেন বিক্রয়ে একাধিক মেশিনে ক্ষেত্রভেদে প্রতি ৫ লিটারে ৮০ থেকে ১৮০ মিলি লিটার কম দিতে দেখা যায়। তাই উভয় ফিলিং স্টেশনকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৮ ধারায় এক লাখ  টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।