• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
২৫ দিনের হরতাল-অবরোধে গণপরিবহন খাতে ক্ষতি ১৭ হাজার কোটি আন্তর্জাতিক পর্বত দিবস আজ পর্বত পরিবেশের ভারসাম্য বজায় রাখার অন্যতম উপাদান: রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি

এলজিএসপি`র অগ্রগতি ও অর্জন অবহিতকরণ জেলা পর্যায়ে কর্মশালা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি : লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি) এর অগ্রগতি ও অর্জন অবহিতকরণ জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) শরীয়তপুর সার্কিট হাউস সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আয়োজনে পায়াকট বাংলাদেশ বাস্তবায়নে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।

জেলা প্রশাসক বলেন, আমাদের সুপ্রাচীন প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ। স্থানীয় সরকার ও প্রশাসনকে একসাথে করার কারনই হচ্ছে স্থানীয় সরকারের মাধ্যমেই কিন্তু প্রশাসনকে মানুষের কাছে পরিচিত করা। ইউনিয়ন পরিষদ থেকে কোন মানুষ যদি সঠিক সময় তাদের সেবা না পায়, তাহলে সে কিন্তু সরকারের বিরুদ্ধে কথা বলে। সরকারের বিরুদ্ধে কথা হলে আমাদের প্রশাসের কাছেই কিন্তু চলে আসে। স্থানীয় সরকার ও কেন্দ্রীয় সরকার আলাদা কোন সত্বা নয়। একটি আরেকটির পরিপূরক। সবচেয়ে বেশি সেবা দিয়ে থাকে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ। ডেভলপমেন্ট সব কাজই কিন্তু ওই পরিষদগুলোর মাধ্যমে পরিচালিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) গাজী শরীফুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শরীয়তপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামীম হোসেন।

এসময় জেলা ইসলামিক ফাউণ্ডেশন উপপরিচালক, জনসাস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মসজিদের ইমাম ও জেলার সাংবাদিকসহ ৫০জন অংশগ্রহণ করেন।