• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে জেলা পরিষদ নির্বাচনে সমান ভোট পেয়েছেন ২ সদস্য প্রার্থী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা কেন্দ্রে সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পেয়েছেন। সমান ভোট পাওয়া দুই সদস্য প্রার্থীরা হলেন হাতি প্রতীকের কামরুজ্জামান উজ্জ্বল এবং  টিউবওয়েল প্রতীকের মো. বোরহান মুন্সী । তাঁরা দুজনই ৭০ ভোট পেয়েছেন।

আজ সোমবার (১৭অক্টোবর) ভোট গ্রহণ শেষে এ তথ্য নিশ্চিত করেন ১ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শহিদ হোসেন।

১ নম্বর কেন্দ্র সূত্র জানায়, জেলা পরিষদ নির্বাচনে উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে মোট ভোটার ১৫৯ জন। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যাপক নিরাপত্তা দিয়ে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চ বিদদ্যালয় কক্ষে ভোট গ্রহণ চলে। এর মধ্যে সদস্য পদে হাতি প্রতীক কামরুজ্জামান উজ্জ্বল ৭০  ও টিউবওয়েল প্রতীক  মো. বোরহান মুন্সী ৭০ ভোট পেয়েছেন। এই দুইজন সমান ভোট পেয়েছেন। বাকি অটোরিকশা প্রতীক জসীম ঢালী ১৫, তালা প্রতীক শাখাওয়াত হোসেন ৩ ভোট পেয়েছেন এবং সংরক্ষিত নারী সদস্য পদে টেবিল ঘড়ি প্রতীক আসমা আক্তার ৯১, হরিণ প্রতীক নাজমা ফজল ৬১, মাইক প্রতীক নাজমা আক্তার ৪ ও ফুটবল প্রতীক আসমা খাতুন ৩ ভোট পেয়েছেন। এই কেন্দ্রে ১টি ভোট বাতিল হয়েছে।

প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা মো. শহিদ হোসেন বলেন, যেহেতু রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয়। তাই তাঁর কাছে ফলাফল হস্তান্তর করার পড় তিনিই সিদ্ধান্ত নেবেন।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. পারভেজ হাসান  বলেন, যেহেতু দুই সদস্য প্রার্থী সমান ভোট পেয়েছেন, তাই তাঁদের উপস্থিতিতে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে।