• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সারের দাম বেশি রাখায় ডিলারকে অর্থদন্ড

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২২  

 শরীয়তপুর প্রতিনিধিঃ সারের দাম বেশি রাখায় দায়ে ভেদরগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভুমি)  ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার টাকা অর্থ দন্ড দিয়েছে।
বুধবার (৯ নভেম্বর)  দুপুরে ভেদরগঞ্জ উপজেলার মোল্যার হাট বাজারে সার ডিলার সাদিয়া এন্টারপ্রাইজ এর মালিক মোঃ জসিম উদ্দিননে বিরুদ্ধে  সারের দাম বেশী  রাখার অভিযোগ প্রমানিত হয় এ দন্ড দেয়া হয়।
 ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে,উপজেলার চরকুমারিয়া ইউনিয়নের মোল্যারহাট বাজারে সার ডিলার সাদিয়া এন্টারপ্রাইজ এর মালিক মোঃ জসিম উদ্দিন স্থানীয় কৃষক জান শরিফ হাওলাদার এর কাছ থেকে টিএসপি ৫০ কেজির বস্তা ১ হাজার ১শত টাকার স্থলে ১ হাজার ২৫০ টাকা করে  দুই বস্তার দাম  ২ হাজান ৫ শত টাকা রাখেন। অপর দিকে একই সারের বস্তার দাম অপর কৃষক আনু সরদারের কাছ থেকে ১ হাজার ৮শত টাকা রাখেন। আর এক কৃষক মনু শিকদারের কাছ থেকে ৮ শত টাকা দামের  ডিএপি সার  দুই বস্তার দাম ১ হাজার ৬ শত টাকার স্থলে ২ হাজার টাকা রাখে। এমন অভিযোগের ভিত্তিতে ভেদরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  ঐ ডিলারের দোকানে অভিযান চালায়। পরে অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভেদরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ইমামুল হাফিজ নাদিম এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে ডিলারকে ২০ হাজার টাকা অর্থদন্ড  প্রদান করা হয়। এ সময় ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, সহকারি কৃষিঅফিসার কায়সার আহমেদ রানাসহ সখিপুর থানা পুলিশ উপস্থিত ছিল।
সহকারি কমিশনার ( ভুমি) ইমামুল হাফিজ নাদিম বলেন,চরকুমারিয়া ইউনিয়নের  বিসিআইসি সার ডিলার সাদিয়া এন্টারপ্রাইজ এর মালিক মোঃ জসিম উদ্দীন, আনু সরদার ও মনু শিকদার এর কাছ ধেকে সরকার নিধারিত মূল্যের চেয়ে বেশী মূল্য রাখার অভিযোগের সত্যতা প্রমান পাওয়ায় ভোক্তা অধিকার আইনে ডিলার জসিম উদ্দিন কে ২০ হাজার টাকা অর্থ দন্ড দেয়া হয়েছে। াামাদের এ অভিযান অব্যাহত থাকবে।