• বুধবার   ২২ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৭ ১৪২৯

  • || ২৯ শা'বান ১৪৪৪

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
নতুন বাজার খুঁজে বের করতে বললেন প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সক্ষম হয়েছি দেশের সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলছি দুর্নীতি প্রতিরোধে দুদককে সর্বাত্মক প্রয়াস চালানোর নির্দেশ সরকারের পদক্ষেপের ফলে প্রায় শতভাগ শিশু ভর্তির হার অর্জিত হয়েছে ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী উন্নয়ন অগ্রযাত্রায় জনগণের সুস্বাস্থ্য অপরিহার্য পূর্বশর্ত বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জঙ্গিদের নেটওয়ার্ক ধরতে সক্ষম হয়েছে র‌্যাব: প্রধানমন্ত্রী

কাঁচিকাটায় মিষ্টি কুমড়ার মাঠ দিবস অনুষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের চরজিংকি মাঠে মিষ্টি কুমড়ার মাঠ দিবস পালিত হয়েছে।
কৃষি মন্ত্রনালয়ের পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায়  জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপ ও প্রদর্শনীর আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম এর  সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. রবিআহ নূর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা  বীজ প্রত্যায়ন অফিসার মোঃ রাকিবুল হাসান, সাবেক  জেলা প্রশিক্ষণ কর্মকর্তা  গোলাম রাসুল, ডামুড্যা উপজেলা কৃষি অফিসার  শেখ আজিজুর রহমান, নড়িয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ  মোঃ রোকনুজ্জামান,  জাজিরা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ  মোঃ জামাল হোসেন, গোসাইরহাট উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ  মোঃ শাহাবুদ্দিন,কৃষি প্রকৌশলী মোক্তার হোসেন।
মিষ্টি কুমড়া বিশ্বের বিভিন্ন দেশে এটা সবজি হিসেবে চাষ করা হয়। আমাদের দেশে চাষযোগ্য জমিতে ও বাড়ির আঙিনায় মিষ্টি কুমড়ার চাষ হয়। শুধু সবজি হিসেবে নয় মিষ্টি কুমড়া ও বীজে রয়েছে প্রচুর পুষ্টি ও ওষুধি গুণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর সরকার এই গুরু সবজির আবাদ বৃদ্ধির লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে মিষ্টি কুমড়ার চাষ সম্প্রসারণ  ও বৃদ্ধির করে যাচ্ছে।