• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

কমিশন অবাধ সুষ্ঠ গ্রহন যোগ্য নির্বাচন করবে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধিঃ বাংলাদেশ নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান বলেছেন ভোটারগন যাতে ভোট কেন্দ্রে গিয়ে, ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে সে লক্ষে কাজ করে যাচ্ছে।
নির্বাচন কমিশনের সামনে একটাই কাজ তা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ  ও গ্রহণ  করা।
 তিনি আজ শনিবার (৪ ফেব্রুয়ারী) শরীয়তপুর জেলর ভেদরগঞ্জ উপজেলায় স্মাট জাতীয় পরিচয়পত্র  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুকী এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, পুলিশ সুপার মোঃ সাইফুল হক, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন।
স্বগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার মোঃ সোহেল সামাদ।
এসময় ভেদরগঞ্জ উপজেলা  সহকারী কমিশনার (ভুমি,) মোঃ ইমামুল হাফিজ নাদিম, সহকারী পুলিশ সুপার -- ভেদরভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ বাহালুল খান বাহার, মহিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি মোঃ অরুন হাওলাদার, ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিটন, রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিপ্লব সিকদার, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  কামরুজ্জামান মানিক, আর্শিনগর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম সরদার,চরসেন্সাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন বালা  উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাচন কমিশনার আনিছুর রহমান আরো বলেন  ভোট কেন্দ্রে ভোটারদের নেয়ার বিষটি প্রতি গুরুত্ব দিয়ে কমিশন কাজ করছে। কারণ ভোট কেন্দ্রে যাওয়া নিয়ে ভোটারদের মাঝে আস্থার সংকট দূর হলেই  তারা ভোট কেন্দ্রে যাবে। ইতিপূর্বে স্মাট জাতীয় পরিচয়পত্র বিদেশ থেকে তৈরী করতে হতো। বর্তমান নির্বচন কমিশন অর্থের সাশ্রয় করতে দেশেই স্মাট জাতীয় পরিচয়পত্র তৈরী করছে।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ মঞ্জুর হোসেন খান জানান,আগামী ৬ ফেব্রুয়ারী  থেকে আনুষ্ঠানিক ভাবে উপজেলার ১৩ ইউনিয়ন ও এক পৌরসভায় পর্যায় ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। এ ধাপে উপজেলা ১ লক্ষ ৮৪ হাজার নাগরীক স্মাট জাতীয় পরিচয়পত্র পাবে।
প্রধান অতিথি সকল অতিৎিদের নিয়ে মুজিব বাহিনীর সদস্য, বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল এর  হাতে কার্ড তুলে দিয়ে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
এর পরে জনপ্রতিনিধি মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ  মোট ২৮ জনের মাঝে কার্ড বিতরণ করেন।