• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

অকটেনের সঙ্গে পানি, পাম্প মালিকে জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধি : অকটেনের সঙ্গে পানি মিশিয়ে জরিমানা গুনলেন পাম্প মালিক। মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি অকটেন টাংকিটি বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুর পৌরসভার মনোহর বাজার এলাকায় সৈয়দ হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এই জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী, বিএসটিআইর প্রতিনিধি ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

ইউএনও জ্যোতি বিকাশ চন্দ্র জানান, গত ২৪ ফেব্রুয়ারি থেকে একটি অভিযোগ পাচ্ছিলাম সৈয়দ হাজী আব্দুল জলিল ফিলিং স্টেশনে অকটেনের সঙ্গে পানি মিশিয়ে তেল বিক্রি করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে আজ এসে পরীক্ষার পর তেলে পানি মেশানোর প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার আইনে পাম্প মালিককে ১০ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়। পাশাপাশি তাদের অকটেনের
টাংকিটি সাময়িক বন্ধ ঘোষনা করা হয়। টাংকিটি  সম্পূর্ণ রুপে পরিষ্কার করে বিক্রয় যোগ্য হলে আবার বিক্রি করার নির্দেশ দেয়া হয়েছে।