• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

দুই কাপড়ের দোকানীকে জরিমানা করেছে ভোক্তা অধিকার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৩  

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে কাপড় বিক্রতাদের জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজীর নেতৃত্বে একটি টিম শহরের পালং বাজারে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ক্রেতাদের কাছ থেকে কাপড়ের দাম বেশি চাওয়া ও রশিদ না থাকায় দুই দোকানীকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এক রমজান থেকে ১৩ রমজান পর্যন্ত ৩২টি অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। এতে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে জেলা ক্যাব সভাপতি বিল্লাল হোসেন খান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল হোসেন ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী বলেন, ক্রেতাদের কাছ থেকে দাম বেশি চাওয়া ও ক্রয় রশিদ না থাকায় এমন দুই দোকানীকে সাড় ৩ হাজার টাকা জরিমানা করা হয়। রমজানে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।