• শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৬ ১৪৩০

  • || ০৫ রবিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে ককটেল-অস্ত্রসহ যুবদল নেতা গ্রেফতার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ জুলাই ২০২৩  

শরীয়তপুরের সখিপুর থানার উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তারকে তিনটি ককটেল ও একটি রামদাসহ গ্রেফতার করেছে পুলিশ।  
মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার। এর আগে, সোমবার রাত আড়াইটার দিকে তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আক্তার সখিপুর থানার উত্তর তারাবুনিয়া আসামি কান্দি গ্রামের রহমান আসামির ছেলে ও উত্তর তারাবুনিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি।

ওসি আসাদুজ্জামান হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত আড়াইটার দিকে যুবদল নেতা আক্তারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার খাটের নিচে তিনটি ককটেল ও একটি রামদাসহ আক্তারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার নামে একটি মামলা হয়েছে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।