• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

যে দু`টি ওয়েব সাইটে স্বাস্থ্যমন্ত্রীকে অভিযোগ জানানো যাবে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯  

স্বাস্থ্যখাত নিয়ে সরাসরি অভিযোগ জানানোর লক্ষ্যে পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দিষ্ট ওয়েব লিংক চালু করা হয়েছে। যে দুটি ওয়েব লিংকের মাধ্যমে সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে স্বাস্থ্যসেবা সম্পর্কে যেকোন পরামর্শ বা অনিয়ম-অভিযোগ সম্পর্কে জানানো যাবে তা হল: http://www.mohfw.gov.bd বা স্বাস্থ্য অধিদফতরের ওয়েব সাইট http://www.dghs.gov.bd । ওয়েবপেজে গেলেই দেখা যাবে ‘আপনার চোখে জাতীয় স্বাস্থ্যসেবায় কোনও সমস্যা ধরা পড়লে তা সরাসরি স্বাস্থ্যমন্ত্রীকে জানান। কীভাবে উন্নতি করা যায় তাও বলুন। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘এই মাধ্যমে সরাসরি যে কেউ স্বাস্থ্যমন্ত্রীর কাছে তার অভিযোগ জানাতে পারবেন। স্বাস্থ্যমন্ত্রী নিজে অভিযোগগুলো খতিয়ে দেখেন উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী বলেন, ‘সাধারণ মানুষ চিকিৎসা পান না, চিকিৎসক থাকেন না- এসব নিয়ে যদি কারও সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে সেখানে অভিযোগ করলেই হবে। অভিযোগকারী যদি বলেন যে, এই সময় চিকিৎসক নাই, নার্স নাই, চিকিৎসাসেবা ব্যাহত হয়েছে কিংবা হাসপাতালের কোনও মেশিন নষ্ট। এই তথ্যগুলো জানালে তখনই ব্যবস্থা নেওয়া হবে।’