• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

দেশের উপকূলীয় এলাকা থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১  

দেশের উপকূলীয় এলাকা থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু। তবে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের বর্ধিতাংশ রয়েছে। এর প্রভাবে রংপুর ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার (২৪ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য বলা হয়।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগর থেকে বিদায় নিয়েছে। লঘুচাপের প্রভাবের রংপুর ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৩ দশমিক ২। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩১ দশমিক ৮, ময়মনসিংহে ৩১ দশমিক ৫, চট্টগ্রামে ৩৩, সিলেটে ৩১ দশমিক ৭ , রাজশাহীতে ৩২ দশমিক ৬, রংপুরে ৩১ দশমিক ২, খুলনায় ৩২ দশমিক ৫ এবং বরিশালে ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।