• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে: ঢামেক পরিচালক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২২  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক। শনিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় এক মতবিনিয়ম সভায় ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, নতুন আক্রান্ত রোগীদের অক্সিজেনের প্রয়োজন পড়ছে না।

হাসপাতালটির পরিচালক জানান, গত দুই মাসে করোনায় মৃত্যু না হলেও চলতি মাসে কোভিড ও নন-কোভিড রোগী গড়ে ২৫ জন মারা যাচ্ছেন।
এদিকে বাড়তি রোগীর জন্য কোভিড ইউনিট প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি
 
তিনি জানান করোনাভাইরাস প্রতিরোধে দেশে টিকাদান শুরুর পর এক বছরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঁচ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। এ সময়ে দৈনিক গড়ে পাঁচ হাজার মানুষ ঢামেকে টিকা নিয়েছেন।
 
জানা গেছে, শিগগিরই করোনার চিকিৎসায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। পজিটিভ রোগীর ক্ষেত্রে ১৪ দিন থেকে সরে এসে ৫ থেকে ৭ দিনের আইসোলেশনের কথা ভাবছে সরকার। এ ছাড়া রোগ নিরাময়ের ক্ষেত্রে নির্দিষ্ট ৫টি ওষুধ প্রয়োগ করতে পারবেন চিকিৎসকরা। এমন বেশকিছু পরিবর্তন এনে একটি গাইডলাইন চূড়ান্ত করেছে কোভিড নাইনটিন চিকিৎসাবিষয়ক হালনাগাদ কমিটি।