• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

রিমোট কন্ট্রোলে দল চালিয়ে ক্ষমতায় আসা যাবে না: কৃষিমন্ত্রী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ মে ২০২২  

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘খালেদা জিয়ার অবর্তমানে যিনি বিএনপি চালাবেন সেই তারেক রহমান লন্ডনে বসে ভোগবিলাস করছেন, রিমোট কন্ট্রোলে দল চালাচ্ছেন। রিমোট কন্ট্রোলে দল চালিয়ে, হুমকি দিয়ে আওয়াজ তুলে তারা ক্ষমতায় আসতে পারবে না। ক্ষমতায় আসতে হলে মানুষের কাছে যেতে হবে। মানুষের দুঃখ কষ্টের সঙ্গী হতে হবে।’

রবিবার (১৫ মে) দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ও বিএডিসি খামারে সয়াবিন, ভুট্টা ও সূর্যমুখীর মাঠ পরিদর্শন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন কৃষিমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কখনও পর্দার অন্তরালে ষড়যন্ত্র করে নীলকুঠি, লালকুঠিতে বসে ক্ষমতায় আসেনি। আমাদের ভিত্তি জনগণ। জনগণকে নিয়ে এগোচ্ছি। জনগণ যদি আমাদের প্রত্যাখ্যান করে আমরা চলে যাবো।’

এ সময় ভারত গম রফতানি বন্ধ করে দেওয়া ও বোরো ধানের ক্ষয়ক্ষতির ফলে চালের দাম বাড়বে কিনা প্রশ্নে মন্ত্রী বলেন, এবছর লক্ষ্যমাত্রার চেয়ে ৯০ হাজার হেক্টর বেশি জমিতে বোরো চাষ হয়েছে। হাওরে ও বৈরি আবহাওয়ায় যে ক্ষতি হয়েছে তা সামান্য। বোরোতে আশানুরূপ ফলন পাবো। চালের দামে প্রভাব পড়বে বলে মনে হয় না।’

তিনি বলেন, একদিকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, অন্যদিকে ভারত গম রফতানি বন্ধ করে দেওয়ায় মিলাররা বেশি ধান কিনছে। সেজন্য, ভরা মৌসুমেও চালের দাম কমছে না।