• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

পদ্মাসেতুতে তৃতীয় দিন টোল আদায় এক কোটি ৯৪ লাখ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৯ জুন ২০২২  

পদ্মাসেতু খোলার তৃতীয় দিনে এক কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ১০০ টাকার টোল আদায় হয়েছে। এদিন পদ্মাসেতু পাড়ি দিয়েছে ১৪ হাজার ৪৯৩টি গাড়ি।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মাসেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান।

তিনি বলেন, বুধবার মাওয়া প্রান্তে সাত হাজার ২১৭টি গাড়ি থেকে ৯৬ লাখ ৬৬ হাজার ৮০০ টাকার টোল আদায় হয়েছে। এছাড়া জাজিরা প্রান্ত দিয়ে সেতু পার হয়েছে সাত হাজার ২৭৬টি। সেখান থেকে টোল আদায় হয়েছে ৯৭ লাখ ৯১ হাজার ৩০০ টাকা।

শনিবার পদ্মাসেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। রোববার ভোর ৫টা ৪০ মিনিটে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় পদ্মাসেতু। সেতুটি খোলার প্রথম ২৪ ঘণ্টায় ৬১ হাজার ৮৫৬টি গাড়ি চলে। সেদিন টোল আদায় হয়েছিল দুই কোটি ৭৫ লাখ ১৩ হাজার ৬০০ টাকা।