• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

প্রধানমন্ত্রীর সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন লাকি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় চোখের আলো ফিরে পেলেন ফটিকছড়ির সেই চা শ্রমিক লাকি নাথ। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ৩ সেপ্টেম্বর দেশের চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রী এক ভার্চুয়াল সভা করেন। সেখানে চা শ্রমিক লাকি মজুরি বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর সময় নিজের চোখের সমস্যার কথা জানান। প্রধানমন্ত্রী চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে তার চোখের উন্নত চিকিৎসা করানোর নির্দেশনা প্রদান করেন। নির্দেশনার আলোকে চা শ্রমিক লাকি নাথকে ভর্তি করানো হয় নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালে। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।

সুস্থ হয়ে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লাকি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা না পেলে আমি চোখে দেখতে পারতাম না। তার কাছে আমি বিশেষ ঋণী।’

এ প্রসঙ্গে চট্টগ্রামের জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ দিনের মধ্যে দৃষ্টিহীন চা শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা করা হয়। সফল অপারেশনের মাধ্যমে এখন তিনি চোখে দেখছেন। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তার দায়িত্ব থাকবে আমাদের।’

লাকি নাথের ছোট বোন প্রতিমা নাথ বলেন, ‘বেশ ক’বছর ধরে আমার বোনের চোখের সমস্যা। তবে গত আড়াই বছর ধরে তার ডান চোখ পুরোপুরি দৃষ্টিশক্তিহীন হয়ে যায়। তার চোখের চিকিৎসা করানোর মতো সামর্থ্য আমাদের নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমার বোনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক। অপারেশনের পর এখন দুচোখে দেখতে পাচ্ছেন আমার বোন। এ জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।