• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

দেশে গরুর চেয়ে ছাগলের সংখ্যা বেশি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৩  

দেশে দুই কোটি ৬৭ লাখ ৭৪ হাজার ছাগল রয়েছে। অপরদিকে গরু রয়েছে দুই কোটি ৪৭ লাখ। মহিষ রয়েছে ১৫ লাখ ৮ হাজার। বুধবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করিম এ তথ্য জানান।

সর্বশেষ প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ও প্রাণিসম্পদ অধিদফতর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে মন্ত্রী এই পরিসংখ্যান উল্লেখ করেন।

ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রাণিসম্পদমন্ত্রী জানান, জনপ্রতি ন্যূনতম ১২০ গ্রাম হিসাবে ২০২২-২৩ অর্থবছরে দেশে মাংসের চাহিদা ৭৬ লাখ ১০ হাজার মেট্রিক টন।

তিনি বলেন, দেশীয় উৎস থেকে কোরবানির পশুর চাহিদা পূরণের তাগিদ, আধুনিক হৃষ্টপুষ্টকরণ প্রযুক্তির প্রয়োগ ও হৃষ্টপুষ্টকরণ খামারের বাণিজ্যিক সম্প্রসারণ ঘটায় আমদানিনির্ভর কোরবানির পশুর বাজার স্বনির্ভরতা অর্জন করেছে।