দেড় হাজার শয্যা সংস্থানে নতুন ১০ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত
শরীয়তপুর বার্তা
প্রকাশিত: ৪ জুন ২০২৩

বৃহত্তর চট্টগ্রামের বিশাল সংখ্যক দরিদ্র মানুষের চিকিৎসায় একমাত্র ভরসাস্থল হিসেবে পরিচিত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল। অনুমোদিত ১৩১৩ শয্যা থেকে হাসপাতালটি সম্প্রতি ২২’শ শয্যায় উন্নীত হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে– এতদিন প্রশাসনিকভাবে অনুমোদিত ১৩১৩ শয্যার স্থলে সবমিলিয়ে ৮০০ শয্যার সংস্থান ছিল হাসপাতালে। প্রতিষ্ঠাকালীন নির্মিত ৬ তলা বিশিষ্ট মূল হাসপাতাল ভবনে সবমিলিয়ে ৫০০ শয্যার সংস্থান রয়েছে। পরবর্তীতে দশতলা বিশিষ্ট এনসিলারি ভবন ও কার্ডিয়াক সার্জারি ভবন মিলিয়ে আরো কয়েকশ রোগী সংস্থানের সুযোগ হয়েছে। সবমিলিয়ে বর্তমানে ৮০০ শয্যা সংস্থানের ব্যবস্থা রয়েছে হাসপাতালে। সম্প্রতি ১৩১৩ শয্যা থেকে এ হাসপাতাল ২২’শ শয্যায় প্রশাসনিক অনুমোদন পেলেও সংস্থান রয়েছে ৮’শ শয্যারই। তবে ৮০০ শয্যার ব্যবস্থায় দৈনিক ভর্তি রোগীর সংখ্যা প্রায় তিন হাজার। অর্থাৎ দৈনিক প্রায় তিন হাজার রোগী হাসপাতালের আন্তঃবিভাগের ভর্তি থেকে চিকিৎসা সেবা নেন। প্রতিদিন আউটডোরে সেবা গ্রহণকারী রোগীর সংখ্যাও তিন হাজারের কম নয়।
ফলে হাসপাতালের ফ্লোর (মেঝে) থেকে শুরু করে ওয়ার্ডের বাইরের বারান্দা জুড়েও বিছানা পেতে থাকতে হয় রোগীদের। অনেক রোগীর জায়গা হয় বাথরুমের পাশে। অনেকটা বাধ্য হয়েই গরীব–অসহায় রোগীদের এভাবে সরকারি সেবা নিতে হয় এ হাসপাতালে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় দিন দিন পরিস্থিতি আরো নাজুক হচ্ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অতিরিক্ত দেড় হাজার শয্যা সংস্থানের নিমিত্ত চমেক হাসপাতালে দশ তলা ভিত বিশিষ্ট নতুন দশ তলা ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশের ৮টি বিভাগীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। গত ২ মে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসানসহ ৮টি বিভাগীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন। সভায় দেশের ৮টি বিভাগীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে অতিরিক্ত শয্যা সংস্থানের নিমিত্ত নতুন ভবন বা অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন দশ তলা ভবন নির্মাণে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করে সভায় অংশ নেয়া চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, আমরা হাসপাতালের শয্যা সংকটসহ সার্বিকভাবে নাজুক পরিস্থিতি তুলে ধরেছিলাম। মাননীয় মন্ত্রী মনোযোগ সহকারে আমাদের কথা শুনেছেন। পরে দেড় হাজার শয্যা সংস্থান হয় মতো দশতলা ভিত বিশিষ্ট নতুন দশতলা ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে সভায়।
বর্তমানে হাসপাতালে ৮’শ শয্যার সংস্থান রয়েছে উল্লেখ করে হাসপাতাল পরিচালক বলেন, নতুন করে দেড় হাজার শয্যা সংস্থানের ব্যবস্থা হলে সবমিলিয়ে ২২০০–২৩০০ শয্যার সংস্থান হবে। এতে করে তিন হাজার রোগী রাখা অনেকটাই সহনীয় অবস্থায় আসবে। তাছাড়া হাসপাতালে নির্মাণাধীন ১৫ তলা ক্যান্সার ভবনে সাড়ে চারশ শয্যা এবং বিশেষায়িত বার্ন ইউনিটে দেড়শ শয্যার সংস্থান হচ্ছে। বর্তমানে ৮’শ শয্যার সংস্থানের স্থলে প্রায় তিন হাজার রোগী থাকায় হাসপাতালের পরিস্থিতি খুবই নাজুক বলে মনে করেন হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান। তবে ২২০০/২৩০০ শয্যার সংস্থান হলে হাসপাতালে তিন হাজার বা আরো বেশি সংখ্যক রোগী রাখা ততটা কঠিন হবেনা।
এদিকে, এর আগে চমেক হাসপাতালে বিশ তলা বিশিষ্ট ভবন স্থাপনের একটি প্রকল্প হাতে নেয় স্বাস্থ্য অধিদপ্তর। প্রকল্পটি অনেকদূর এগিয়েও যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজের পুরণো প্রশাসনিক ভবনের স্থলে নতুন ২০ তলা এ ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়। তবে করোনা পরিস্থিতিতে কার্যক্রম থমকে গেলে পরবর্তীতে প্রকল্পটির অগ্রগতি আর জানা যায়নি। এখন দেড় হাজার শয্যা সংস্থানে নতুন করে দশ তলা ভবন নির্মাণের সিদ্ধান্তের কথা জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়।
চমেক হাসপাতাল প্রশাসন সূত্রে জানা যায়, শুরুতে আড়াইশ শয্যার মাধ্যমে চিকিৎসা সেবা চালু হয় চমেক হাসপাতালে। পরবর্তীতে প্রশাসনিক ভাবে শয্যা সংখ্যা ৫০০ এবং এরপরে এক হাজারে উন্নীত করা হয়। ২০০৩ সালের ৩১ জুলাই হাসপাতালের শয্যা সংখ্যা এক হাজার হতে ১ হাজার ১০টিতে উন্নীত করা হয়। এর প্রায় দশ বছরের মাথায় (২০১২ সালের ৩০ আগষ্ট) হাসপাতালের শয্যা সংখ্যা ৩০৩টি বৃদ্ধি করে ১৩১৩ শয্যার প্রশাসনিক অনুমোদন দেয় মন্ত্রণালয়। প্রশাসনিক অনুমোদিত ১৩১৩ শয্যাতেই চিকিৎসা সেবা দিয়ে আসছিল চমেক হাসপাতাল। যদিও অনুমোদিত ১৩১৩ শয্যার বিপরীতে দৈনিক প্রায় ৩ হাজার রোগী ভর্তি থাকে এ হাসপাতালে। এর বাইরে আউটডোরে চিকিৎসা সেবা নেয় আরো প্রায় তিন হাজার রোগী। তবে দশ বছরের মাথায় গত বছর (২০২২ সালে) ফের শয্যা সংখ্যা বাড়ানো হয় চমেক হাসপাতালে। যদিও এবার এক লাফে ৯’শ শয্যা বেড়ে ১৩১৩ হতে মোট শয্যা ২২’শ শয্যায় উন্নীত হয়েছে। চমেক হাসপাতাল ২২’শ শয্যায় উন্নীতকরণ ও বর্ধিত শয্যায় সেবা চালুকরণে গতবছরের (২০২২ সালের) ২৫ মে অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব মোহাম্মদ শওকত উল্লাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। পরবর্তীতে (২০২২ সালের) ১৪ জুন ২২’শ শয্যায় উন্নীতকরণে প্রশাসনিক অনুমোদনের বিষয়টি চিঠির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে জানায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা–১ শাখার উপসচিব উম্মে হাবিবা কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে আনুষ্ঠানিক ভাবে এ তথ্য জানানো হয়।
- বাংলাদেশ বিমান বাহিনী দিবস আজ
- শেখ হাসিনার নেতৃত্বেই গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ: রাষ্ট্রপতি
- মহানবীর (সা.) আদর্শ অনুসরণ করে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
- শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে সমৃদ্ধির পথে দেশ
- দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নাই: প্রধানমন্ত্রী
- মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা-শান্তি নিহিত
- প্রধানমন্ত্রীর জন্মদিনে সরকারের উন্নয়নের সহস্রাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ
- এখন কই যাবেন, কোথায় পালাবেন?
- বঙ্গবন্ধুর নেতৃত্ব অবিশ্বাসীদের বয়কটের আহ্বান রাষ্ট্রপতির
- বিএনপির সমাবেশে মোবাইল চুরির হিড়িক!
- যাত্রীবেশে তারা ছিনতাই করতো ইজিবাইক
- বাংলাদেশের মানুষের ভাগ্য শেখ হাসিনার ভাগ্যের সঙ্গে জরিত
- হাঁস না মুরগি, কোন ডিম স্বাস্থ্যের জন্য বেশি উপকারী?
- মৃত্যুর সময় কেমন অনুভূতি হয়, উঠে গেল গবেষণায়
- অনুমতি ছাড়া বিদেশ যেতে পারবেন না পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাকির
- পিঁপড়া দূর করার ঘরোয়া উপায়
- বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি
- ফখরুলের আল্টিমেটামে ‘কিছুই ছেড়া গেল না’
- ফেসবুকে ভাইরাল ভিসা নিষেধাজ্ঞার ভুয়া তালিকা
- রপ্তানি বাণিজ্যে সুবাতাস আনবে থার্ড টার্মিনাল
- এয়ার স্ট্রিপ থেকে দক্ষিণ এশিয়ার নান্দনিক বিমানবন্দর
- রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২১তম সভা
- পূজায় গুজব রটনাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে আইজিপির নির্দেশ
- র্যাব পরিচয়ে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ৫
- অস্ত্র ও গুলিসহ ‘রক্তচোষা’ জনি গ্রেফতার
- বিআরটিএ’র সহকারী পরিচালক ও স্ত্রীর নামে মামলা
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের তিক্ততা তৈরির চেষ্টা করছে কিছু গোষ্ঠী: পররাষ্ট্রমন্ত্রী
- যে কারণে থাকছে না ৩ দিনের ইন্টারনেট প্যাকেজ
- অভিষেকে ডাক মারলেন তানজিদ তামিম
- প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুরু
- কোমর ব্যথায় যেসব খাবার উপকারী
- প্রধানমন্ত্রীর ভারত সফরে ৩ সমঝোতা স্মারক সই হবে
- চুরি করতে গিয়ে ৯৯৯-এ চোরের ফোন, ‘তাড়াতাড়ি পুলিশ পাঠান’
- গর্ভবতী স্ত্রীর চিকিৎসা খরচ মেটাতে ডাকাতি করেন স্বামী
- হেফাজতকাণ্ড: অধিকারের আদিলুর-এলানের ২ বছর কারাদণ্ড
- কোষ্ঠকাঠিন্য দূর করার ঘরোয়া উপায়
- ঘুম ভাঙলেই মাথা ব্যথা? জেনে নিন দূর করার উপায়
- তাহাজ্জুদ নামাজের গুরুত্ব, ফজিলত ও নিয়ম
- দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- বিএনপি নির্বাচন বানচাল করতে চায়: এনামুল হক শামীম
- কিডনি নষ্ট হওয়ার লক্ষণ জেনে নিন
- কাজ করতে ক্লান্ত লাগে? জেনে নিন কারণ
- দাঁত দিয়ে নখ কাটা একটি রোগ, এর নাম ‘ডার্মাটোফ্যাগিয়া’
- দেশে নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূহিয়্যাহ, হামলার পরিকল্পনা ছিল
- নৌকা ভ্রমণের নামে অসামাজিক কাজ, নারীসহ আটক ১৪
- বাংলাদেশের মানুষের ভাগ্য শেখ হাসিনার ভাগ্যের সঙ্গে জরিত
- কুপ্রস্তাবে অসম্মতি, কিশোরীকে মাদরাসায় ধর্ষণ করেন শিক্ষক শিহাব
- স্ত্রীকে মোবাইল উপহার দিয়ে ধরা পড়লো ‘ডাকাত চক্র’