• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা: দুই আসামি ৩ দিনের রিমান্ডে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১  

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে গ্রেফতার দুজনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ এ রায় ঘোষণা করেন।

দুই আসামি হলেন- মোহাম্মদ সলিম উল্লাহ ওরফে লম্বা সেলিম ও শওকত উল্লাহ। তারা দুজনই রোহিঙ্গা নাগরিক।

এর আগে, শনিবার সন্ধ্যায় আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রোববার শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার কোর্ট পুলিশ পরিদর্শক চন্দন কুমার সরকার।

শনিবার সকালে আলোচিত এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট থেকে জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামে দুই রোহিঙ্গাকে আটক করে এপিবিএন-১৪। শুক্রবার সকালে রোহিঙ্গা ক্যাম্প-৬ থেকে সেলিম নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়। তবে শওকত উল্লাহকে কখন আটক করা হয় তা জানা যায়নি।

বুধবার রাত পৌনে ৯টার দিকে উখিয়ায় কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকের বাড়ির সামনে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে অজ্ঞাত ২০-২৫ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করেন নিহত মুহিবুল্লাহর ছোট ভাই মোহাম্মদ হাবিবুল্লাহ।