• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মানবতাবিরোধী অপরাধ: নেত্রকোনার খলিলের রায় যেকোনো দিন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৮ জুলাই ২০২২  

একাত্তরে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় নেত্রকোনার দুর্গাপুরের খলিলুর রহমানের (পলাতক) বিরুদ্ধে রায় ঘোষণার জন্যে অপেক্ষমান রেখেছেন ট্রাইব্যুনাল। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

সোমবার (১৮ জুলাই) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ নির্দেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন-বিচারপতি আবু আহমেদ জমাদার ও বিচারপতি কেএম হাফিজুল আলম।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর রানাদাস গুপ্ত ও প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন গাজি এমএইচ তামিম।